পরিচিতি
হলিকেয়ার সংক্রান্ত কিছু তথ্য
কেন হলিকেয়ার হবে আপনার গন্তব্য
মানব সভ্যতা যখন বিস্ময়কর সম্ভবনা নিয়ে নতুন শতাব্দিতে এসে দাঁড়িয়েছে তখন আমাদের দেশের তরুণ প্রজন্মের বিশাল এবং উল্লেখযোগ্য অংশ আক্রান্ত এক সর্বনাশা মরন নেশায়,যে নেশা মাদকের।এক গভীর ষড়যন্ত্রের শিকার আমাদের দেশের তরুণেরা।যে দেশের তরুণদের রয়েছে ভাষার জন্য যুদ্ধ করার ইতিহাস,রয়েছে স্বাধীনতার জন্য যুদ্ধ করার সোনালী অতীত,সে দেশের তরুণদের আজ নেশার দ্বারা ধ্বংস করে দেয়ার জন্য চলছে চক্রান্ত।জাতির ভবিষ্যৎকে নষ্ট করে দেয়ার জন্য ছলে-বলে-কৌশলে চলছে চক্রান্ত।মাদকের যন্ত্রনায় ভূগছে লাখো পরিবার,স্বপ্ন।মাদকের হাত থেকে বেরিয়ে আসার সাহস,শক্তি সব হারিয়ে ফেলছে তরুণ সমাজ। এমন যখন অবস্থা তখন দেশের সর্বপ্রথম বেসরকারী মাদকাসক্তি গবেষণাধর্মী প্রতিষ্ঠান হলি কেয়ার (HOLY CARE) এগিয়ে এসেছে।সম্পূর্ণ নিরাপদ,স্বাস্থ্যসম্মত এবং ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে প্রতিষ্ঠিত আমাদের প্রতিষ্ঠান দেশের প্রতিটি মাদকসেবীকে সূস্থ্য জীবনে ফিরিয়ে আনতে অঙ্গিকারবদ্ধ। মাদক সেবন এক ধরনের মানসিক রোগ।একজন মাদকসেবী একজন রোগী,সে কোন অপরাধী বা ক্রিমিনাল নয়।তাকে সঠিক চিকিৎসা প্রদানের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব।এই মূলমন্ত্রে ১০-১২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জনবল এবং দেশের খ্যাতনামা মাদকাসক্তি এবং মনোরোগের চিকিৎসকদের সমন্বয়ে,সকল আধুনিক সুযোগ সুবিধা,উন্নত পরিবেশ,স্বাস্থ্যসম্মত খাবার এর সুবিধা নিয়ে রাজধানীর প্রানকেন্দ্রে অবস্থিত আমাদের প্রতিষ্ঠানের সাফল্যের নজির উদাহারন স্বরূপ। শতভাগ দ্বীনি পরিবেশে,একজন মাদকসেবীকে শুধু মাদকমুক্ত নয়,বরং একজন আদর্শ সন্তান এবং মুসলমান হিসেবে গড়ে উঠার সব ধরনের সহযোগীতা করা হয়। চিকিৎসা পরবর্তী নিয়মিত কাউন্সিলিং এবং মনিটরিং করার মাধ্যমে একটি সুস্থ জীবনে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।