মেহমানদের দৈনন্দিন কর্মকাণ্ড/আমলসমূহ (২৪ ঘন্টার রুটিন)
- ফজরের আযানের সময় সবাইকে ঘুম থেকে উঠানো হয় এবং নামাজের প্রস্তুতি নেওয়া হয়।নামাজ আদায় করার পর ১৫-২০ মিনিট দ্বীনি আলোচনা হয়।
- এরপর হালকা নাস্তা খেয়ে এশরাকের নামাজ পড়ে ঘুমিয়ে পড়া।
- সকাল ৯টায় ঘুম থেকে উঠে, ৯:৩০ মিনিটে সকালের নাস্তা।
- সকাল ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত তালিম,সূরা মশ্খ।
- বেলা ১২টায় নাস্তা।এরপর গোসল এবং যোহরের নামাজের প্রস্তুতি।
- যোহরের নামাজের পর মাসোয়ারা(প্রতিদিনের কাজের রুটিন),এরপর দুপুরের খাবার।খাবার শেষে বিশ্রাম।
- আসরের নামাজের ১৫ মিনিট আগে ঘুম থেকে উঠে নামাজের প্রস্তুতি।নামাজ শেষে কোরআন শিক্ষার আমল।
- ফজরের আযানের সময় সবাইকে ঘুম থেকে উঠানো হয় এবং নামাজের প্রস্তুতি নেওয়া হয়।নামাজ আদায় করার পর ১৫-২০ মিনিট দ্বীনি আলোচনা হয়।
- এরপর বিকালের নাস্তা।নাস্তার পর তিন তাসবিহ’র আমল।
- মাগরিবের নামাজ শেষে ২০-৩০ মিনিট ঈমান,আমল এবং আল্লাহর বড়ত্ব নিয়ে বয়ান।
- বয়ানের পর ৩০ মিনিট শারীরিক ব্যায়াম।
- রাত ৮টায় রাতের খাবার।
- রাত ৯টার দিকে এশার নামাজ।নামাজ শেষে মুজাকারা (মাস্লা-মাসায়েল নিয়ে আলোচনা) এবং সাহাবীদের জীবন নিয়ে শিক্ষনীয় ঘটনা পড়া হয়।
- রাত ১০টায় ঘুম।
বিঃ দ্রঃ সপ্তাহে ২দিন নামাজ শিক্ষা, ১ দিন জিকির, ২ দিন কোরআনের তাফসির, ১দিন দ্বীনি দাওয়াত সর্ম্পকে আলোচনা, ১ দিন পিতা-মাতা পরিবার ও সমাজে ইসলামিক মূল্যবোধ নিয়ে চলার শিক্ষা এবং শুক্রবার জুম্মার নামাজ হয়।